সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগ্েঞ্জর কৃতি সন্তান বিশিষ্ঠ সমাজ সেবক বিগ্রেডিয়ার জেনারেল এলডিএমসি,পিএসসি,অবঃ গোলাম জাকরিয়া বলেছেন,বরিশাল-৩(বাবুগঞ্জ-মূলাদীর)অবহেলিত মানূষের ভাগ্যের উন্নয়নের লক্ষে আর একবার বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ দিন।মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময় এদেশ স্বাধীন করে সার্বভৌর্ম দেশ হিসাবে বিশ্বের দরবারে দাড় করেছেন। ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময় মা বোনদের সস্ম্রম হারিয়ে জাতীয় পতাকা ছিনিয়ে এনেছে এসব বীর সন্তানদের ভুলবার মত নয়।এসব শহীদ ও বীর মুক্তিযোদ্ধারা আজীবন এদেশের মানুষের হৃদয়ে মনিকোঠায় থাকবে।তিনি বলেন,এদেশের সাধারণ জনগন দেশের একজন গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে ভোট সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন।তিনি বলেন,গোলাম কিবরিয়া টিপু সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার রাস্তা-ঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা ও সংস্কেৃতির বিকাশ,দারিদ্র বিমোচন,আইন শৃংখলার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন।তিনি আরো বলেন গোলাম কিবরিয়া টিপু নিজ অর্থায়নে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে এলাকার বিবিধ সামাজিক উন্নয়ন মূলক কাজে নিয়োজিত আছেন।তিনি গতকাল সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর(আগরপুর)ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু(এমপি)নামে সড়ক উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।আগরপুর ব্রীজ সংলগ্ন স্থানে আগরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা আহবায়ক মিজানূর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কমৃকর্তা মোঃ বাকাহীদ হোসেন,উপজেলা প্রকৌশলী আঃ মালেক মুন্সি,বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহআলম,প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হানফ।উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,আগরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এবায়দুল হক শাহিন,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শাহআলম সিকদার,প্রধান শিক্ষক মোজাফ্ফর আলী,বিশিষ্ঠ সমাজ সেবক সানাউল হক মিয়া,আঃ আলিম প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবসংহতির সভাপতি মোশাররফ হোসেন।উল্লেখ্য থাকে যে,আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি নির্বাচিত হয়ে এলাকার আইন শৃংখলা পরিস্থিতি,এলাকার উন্নয়ন শাধিত হয়েছে।
