এস.গুলবাগী, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে সড়ক দূর্ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ী নিহত ও অন্য ৫ জন গুরুতর আহত হয়েছেন। ১৪ অক্টোবর সোমবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল হাট নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আগমনী পরিবহন নামের যাত্রীবাহী একটি কোচ (নওগা-ব-১৩) নিয়ন্ত্রণ হারিয়ে নয়মাইল হাটে রাস্তার পাশে থাকা হাটুরিয়া ও ভুটভুটি, ভ্যানগাড়ীর উপর চড়াও হয়। এসময় ঘটনাস্থলেই স্বাধীন চন্দ্র রায় (২৫) নামে একজন কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়। আহত হয় ৫ জন। আহতদেরকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি বগুড়ার নন্দিগ্রাম উপজেলার পুনাইল গ্রামের জীতেন্দ্র নাথ রায়ের পুত্র । আহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘাতক কোচটিকে স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে আটক কোচটি থানায় নিয়ে যায় পুলিশ।
