ads

সোমবার , ১৪ অক্টোবর ২০১৩ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিমলা প্রেসক্লাবের সেক্রেটারীর ওপর সন্ত্রাসী হামলা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০১৩ ৫:২৭ অপরাহ্ণ

dimla photo 13-10-13সরদার ওয়াহিদা পারভীন, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক সংবাদ ও করতোয়া পত্রিকার ডিমলা উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ময়েন কবীর। তিনি  বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ময়েন কবীর ডিমলা থানার সামনে একটি মেডিসিনের দোকানে দাড়িয়ে ছিলেন। ওইসময় শেখ মুজিব স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলার দক্ষিণ তিতপাড়া এলাকার মন্টু মোহন্তের ছেলে শিবু মোহন্তের নেতৃত্বে ১৫/১৬ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ময়েনকে অপহরনের চেষ্টা করে। ময়েনের চিৎকারে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ কবীর স্থানীয় লোকজনের সহায়তায় ময়েনকে ডিমলা হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০ টার দিকে তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডিমলা হাসপাতালের চিকিৎসক এরশাদ মন্ডল জানান, আহত সাংবাদিকের মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ময়েন কবীর জানান, শেখ মুজিব স্মৃতি সংসদের সভাপতি শিবু মহোন্তের নেতৃত্বে কিছু সংখ্যক সন্ত্রাসী ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে তার এলাকার একটি জমি দখলের চেষ্টা করে। আমি তার প্রতিবাদ করায় গত এক সপ্তাহ আগে শিবু আমাকে হত্যার হুমকি দেয়। হুমকির ঘটনাটি ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন জনকে অভিযোগ করায় শিবু ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। ডিমলা প্রেস ক্লাবের সভাপতি সরদার ফজলুল হক সাংবাদিক ময়েন কবীরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ছাত্রলীগের উপজেলা সভাপতি মহিকুল ইসলাম মুত্তি জানান, যারা ঘটনা ঘটিয়েছে তাদের সাথে ছাত্রলীগের আদৌ কোন  প্রকার সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন জানান, ওই ঘটনার বিষয়ে ময়েন বা তার পক্ষে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!