জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে স্বামীর নির্যাতনে স্ত্রী হত্যার অভিযোগে ছাতক থানায় ৪জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে জাউয়া ইউনিয়নের রাউলি গ্রামের আরমুজ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। স্বামীর প্রহারে গত শনিবার আছমা বেগম (৩২) নামের এ গৃহবধুর মৃত্যু হয়। সে উপজেলার দণি খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল মালিক উরফে হুশিয়ার আলীর স্ত্রী। বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে ৩সন্তানের জননী আছমা বেগমকে মারপিট করে স্বামী আব্দুল মালিক উরফে হুশিয়ার আলীসহ তার পরিবারের লোকজন। এক পর্যায়ে সে জ্ঞানহারা হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার ভোরে আছমা বেগমের মৃত্যু ঘটে। ঘাতক স্বামী বর্তমানে পলাতক রয়েছে। আছমা বেগম জাউয়া ইউনিয়নের রাউলি গ্রামের দুমআলীর কন্যা। নিহতের ভাই আরমুজ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এতে আব্দুল মালিক উরফে হুশিয়ার আলী, আবুল কালাম, মারজুম বিবি ও আরশ আলীকে আসামী করা হয়েছে। ওসি শাহজালাল মুন্সি হত্যাকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
