চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে বসতভিটার জমি কেনা নিয়ে ভাতিজার লাঠির আঘাতে আহত ২ চাচার মধ্যে সোমবার ভোরে হান্নান নামে এক চাচা মারা গেছে । অপর চাচা আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান, বড়শলুয়া গ্রামের মোষতলাপাড়ার বিশারত আলীর ছেলে রমজান আলী তার বসতভিটার ৪ কাঠা জমি বিক্রি করার কথা বলে। ওই জমি অপর ভাই মান্নান ২ কাঠা, রুকমান ১ কাঠা ও হান্নান ১ কাঠা কেনার প্রস্তাব করে। বিশেষ মুহূর্তে টাকার প্রয়োজন হলে রমজান তার ভাই হান্নান, মান্নান ও রুকমানের কাছে টাকা চায়। তখন হান্নান ও রুকমান টাকা দিতে ব্যর্থ হয়। এ সময় মান্নান চার কাঠা জমির টাকা একাই পরিশোধ করে দেয়। টাকা পরিশোধ হলেও জমি রেজিস্ট্রি বাকি থাকে। এ নিয়ে শনিবার রাত ১০টার দিকে পারিবারিকভাবে শালিস বৈঠক বসে। শালিস বৈঠকের একপর্যায়ে উপস্থিত ভাইদের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এ সময় মান্নান প্তি হয়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে তার ভাই কাশেমের মাথায় আঘাত করে। এক পর্যায়ে সবাই বিরোধে জড়িয়ে পড়ে। এরই মধ্যে মান্নানের ছেলে তরিকুল বাঁশ দিয়ে চাচা হান্নানের মাথায় আঘাত করে। এ সময় হান্নান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক হান্নানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হান্নানের অবস্থার আরো অবনতি হলে রোববার রাতে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকার যাওয়ার পথে সোমবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরে হান্নান মারা যান।