আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার দুপুরে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে কলারোয়া হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সোসাইটির সভাপতি ও খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. জাফর উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা আ.রহমান, নিউরো সার্জন প্রফেসর ডা.ফখরুল ইসলাম, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধা.সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান, অধ্যক্ষ আয়ুব আলী, জাহিদুর রহমান খাঁন চৌধুরী, কাজী শামসুর রহমান শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও.আব্দুল হাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহজান আলী শাহীন। অনুষ্ঠানে স্কুল, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ৯২জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ১লাখ ৬৫হাজার টাকার শিক্ষা সহায়তামূলক বৃত্তি প্রদান করা হয়।
