মো . মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা ) : বরগুনার আমতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ অক্টোবর সোমবার সকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রকৌশলী মো. আব্দুল্লাহ ওই কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে রাসেল (৩০), ফোরকান (২২), সাগর (৩০) ও মনির (৩৫)।
জানা যায়, রবিবার রাতে উপজেলার আরপাঙ্গাশিয়া নদীতে নিষেধাজ্ঞা উপক্ষো করে ইলিশ মাছ ধরার সময় ওই ৪ জেলেকে আটক করে আমতলী থানা পুলিশ। পরে সোমবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালত ওই সাজা দেন।
