হুমায়ুন কবির মৃধা সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে সাগর আলী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে বাড়ীর পাশের ধান েেত ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সাগর আলী সদর উপজেলার বহুলী গ্রামের সরমান আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের নির্মাণ শ্রমিক সাগর আলী শনিবার রাতে তার নিজ ঘরে ঘুমিয়েছিল। পরে রবিবার সকালে বাড়ির পাশের ধান েেত মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে সাগর আলীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করা হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।