সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : “প্রতিবন্দীদের সাথে রাখব, দুযোর্গ সহনীয় দেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস উদ্যাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর রোববার সকাল ১০টায় এক বর্ণঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিতিথি হিসেবে উপস্থিত থেকে দুযোর্গ ব্যাবস্থাপনায় করনীয় সম্পর্কে বিস্তারিত আলেকপাত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল আলম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম খান। এসময় এনজিও সংস্থা কারিতাস সহ বিভিন্ন এনজির অসংখ্য সদস্য ও কর্মীগন সেখানে উপস্থিত ছিলেন।
