স্টাফ রিপোর্টার : র্যালি, আলোচনা সভা ও ভুমিকম্পে করণীয় সচেতনতা মহড়ার মধ্য দিয়ে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার দুপুরে কালেক্টরেট চত্বরে ওই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। পরে জেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি রেডক্রিসেন্ট সোসাইটি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

শিল্পকলা একাডেমীতে ‘প্রতিবন্ধিদের সাথে রাখবো, দুর্যোগ সহনশীল দেশ গড়বো’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্র্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার আলী, পৌর প্যাণেল মেয়র নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিএডি দুলাল মিয়া, এডিপি ম্যানেজার দিলীপ চিরান, সাংবাদিক মুগনিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে শিল্পকলা একাডেমী চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতামুলক এক মহড়া প্রদর্শনী করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।
