মো. রাহাতুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) : পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট (আওয়ামী লীগ) থেকে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ্এ উপলক্ষ্যে নির্বাচনে দলীয় সমর্থন ও নির্বাচন পরবর্তী তার পরিকল্পনা উপস্থাপন করে ১৩ অক্টোবর রবিবার বিকেলে রাঙ্গাবালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসনটি আওয়ামী লীগের ঘাটি। আমাকে এ আসনে দলীয় মনোনয়ন দেয়া হলে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিতে সক্ষম হবো। পাশাপাশি তাকে মনোনয়ন দেয়া না হলেও দল যাকে এ আসনে মনোনয়ন দেবে তার পক্ষে তিনি কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৯৬ সালে এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলাম। পরে মনোনয়ন না দিলেও এ আসনে দলীয় সভানেত্রী পরবর্তীতে আমাকে মনোনয়ন দেয়া হবে বলে আশ্বস্ত করেন। মহিব এর বিশ্বাস তিনি এ আসনে মনোনয়ন পাবেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। পাশাপাশি তিনি বিজয়ী হলে এ নির্বাচনীয় এলাকায় কি কি উন্নয়ন করবেন এমন ২৮টি পরিকল্পনার কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী প্রভাষক ফাতেমা আক্তার, ছেলে মাজারুর রহমান রেমন ও মোহাইমিনুর রহমান শোভন উপস্থিত ছিলেন।
