মোঃ খালেদ পারভেজ বখ্শ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের নিলুফা বেগম (২৬) নামে এক গর্ভবতী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ অক্টোবর রবিবার সকাল ৯ টায় একই ইউনিয়নের চাঁনপুর গ্রামে থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিলুফা বেগম খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের সুলতান মিয়ার দ্বিতীয় স্ত্রী। নিলুফা ও তার স্বামী সুলতান মিয়া দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এরই জের ধরে রবিবার সকালে একই উপজেলার চানপুর গ্রামে সুলতানের ভাগ্নের বাড়ির পাশে পেয়ারা গাছে নিলুফার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাড়ির এসআই নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিলুফা গর্ভবতী ছিল। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ।
