মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এসোসিয়েশন অব ডেভোলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) বাংলাদেশের এনজিওদের আমব্রেলা অর্গানাইজেশন এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার উপজেলায় এনজিও এমসিডার সভাকক্ষে সিলেট বিভাগের ৪ টি জেলার এডাব সদস্য এনজিওদের মধ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এডাব মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও এনজিও ওয়াফ এর নির্বাহী পরিচালক মো: আব্দুল মালিকের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলার এনজিও সাস এর চেয়ারপারসন গোলাপগঞ্জ উপজেলা ভাইসচেয়ারম্যান মো: হুমায়ূন ইসলাম কামাল। প্রধান অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এনজিও অ্যাওয়ার্ড এর নির্বাহী পরিচালক কেএমএকে আজাদ। সিলেট বিভাগের ৪ টি জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন, ডিফেন্ডার এর নির্বাহী পরিচালক মোমিনুল হোসেন সোহেল, ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এসএ হামিদ, সঞ্চয়ন এর নির্বাহী পরিচালক সহিদুর রহমান লিয়াকত, সাকো এর নির্বাহী পরিচালক শামীম আহমদ, পল্লী উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, জনকল্যাণ এর নির্বাহী পরিচালক নীলমান সিংহ, হবিগঞ্জ জেলার পক্ষ থেকে মীযুষ এর চেয়ারপারসন আব্দুল জব্বার ফুল, আবাস এর নির্বাহী পরিচালক বাহাউদিদন সেলিম, সুমা জামান, সিলেট এর পক্ষ থেকে শতদল এর নির্বাহী পরিচালক মো: তুতিউর রহমান, রাইজ ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ প্রমূখ।
সভায় ৬ অক্টোবর ২০১৩ ঢাকার ছায়ানট সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত এডাব এর বার্ষিক সাধারণ সভা ও কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। আলোচনাকালে এডাব কেন্দ্রীয় কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতামূলক আচরণ ও সিলেট বিভাগের উপস্থিত সকল এনজিও প্রতিনিধির মতামতকে উপেক্ষা করে সিলেট এডাব পরিবার থেকে প্রায় ১৩ বছর ধরে বিচ্ছিন্ন ও এডাব এর প্রতিকুলে অবস্থানকারী ভার্ড এর নির্বাহী পরিচালক মো: এমরানুল হক কামালকে সিলেট বিভাগের স্থানীয় এনজিওর প্রতিনিধি নির্বাচন করায় প্রতিবাদ জানানো হয়।