এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে দিনে দুপুরে ছিনতাইকারীর গুলিতে নিহত বিকাশ কর্মী হাবিবুর রহমান হাবিবের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ১৩ অক্টোবর রবিবার সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, এম. এ মোতালেব, হাসিবুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশে বক্তারা সৈয়দপুর শহরের ব্যস্ততম নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকায় গত ২৩ জুন সকালে প্রকাশ্যে বিকাশ কর্মী হাবিবুর রহমান হাবিব (২২) গুলি করে হত্যা এবং ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ প্রায় ৪ মাসেও প্রকৃত খুনিদের গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
