দেলোয়ার হোসেন, জামালপুর : অবশেষে ডিবি পুলিশের হাতে আটক ১৬ জুয়ারিকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৩ অক্টোবর রবিবার দুুপরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুর রহমান ওই দণ্ডা দেন। দণ্ডিতরা হচ্ছে রাশেদ (২৩), জুয়েল (৩০), সালাম (৩৮), তুহিন (৩৫), আসর আলী (৪৪), জাকির (২৮), হেলাল উদ্দিন (৪২), আলাল (৩৫), হিরা (৫০), ফারুক (৩৫), নজরুল (২৮), রাজু (৩৫), খোরশেদ আলী (২৬), ইমান আলী (২৮), মিলন (৩০) ও সনি (২৮)।

জানা গেছে, বিভিন্ন মহলকে ম্যানেজ করে ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই জুয়ারিরা নির্ভয়ে জুয়া খেলে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে ডিবি পুলিশের এএসআই শুভ্র সাহা’র নেতৃত্বে একদল পুলিশ শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আশরাফ হোসেনের বাড়ীতে অভিযান চালায়। ওইসময় ৩ লাখ ৪৭ হাজার ৩শ ৭৪ টাকাসহ ১৬জন জুয়ারিকে আটক করা হয়। রবিবার তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ওই দণ্ড প্রদান দেওয়া হয়।
