শ্যামলবাংলা স্পোর্টস : দক্ষিণ কোরিয়ার সাথে এক প্রীতি ম্যাচে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ব্রাজিল। ১২ অক্টোবর শনিবার সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে মুখোমুখি হয় এ দু’দল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সহজ জয়ের নায়ক দুই গোলদাতা নেইমার ও অস্কার।

১৩ মিনিটে গোল করার প্রথম সুযোগ পায় ব্রাজিল। কিন্তু ফরোয়ার্ড হাল্কের শট ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলরক্ষক জুং সুং-রিওং। ১০ মিনিট পর আবারও অস্কারের শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। অবশেষে ৪২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের দুর্দান্ত এক ফ্রি-কিক সুং-রিওংকে বোকা বানিয়ে চলে যায় জালে। জাতীয় দলের হয়ে বার্সেলোনা তারকার এটি ২৭তম গোল। পলিনিয়োর দারুণ এক পাস ধরে, দুর্দান্ত গতিতে বক্সের ভেতর ঢুকে পড়ে, গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার অস্কার।
৫৯ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু নেইমারের দারুণ ক্রস থেকে ডিফেন্ডার লুইস গুস্তাভোর হেড ঠেকিয়ে দেন স্বাগতিকদের এক ডিফেন্ডার। পুরো ম্যাচে কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া।
এদিকে, খেলার আগের দিন লুই ফেলিপে স্কলারি আশঙ্কা প্রকাশ করেছিলেন, ৩০ ঘণ্টা বিমান যাত্রার কারণে তার দলের ফুটবলাররা হয়তো ভালো খেলতে পারবেন না। তবে কোচের শঙ্কা দূর করে জয় জয় পেল ব্রাজিল।
