ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৩ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিহত সাংবাদিক জামালের মেয়ে রিয়ার আকুতি : কেউ খোঁজ নেয়নি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৩ ২:৪৬ অপরাহ্ণ

picture 13.10.2013ইয়ানুর রহমান, যশোর : আব্বু বেঁেচ থাকতে কত লোককে দেখেছি আমাদের বাড়িতে আসতে। আমাদের আদর করতে। সে দিন গুলি আজ অতীত। আব্বু নিহত হবার পর থেকে কেউ খোঁজ নেয়নি কিভাবে কাটছে আমাদের দিনগুলি। কিভাবে কাটছে আমাদের ঈদ।

Shamol Bangla Ads

বাংলা নিউজ ২৪ ডট কম’র বেনাপোল প্রতিনিধি আজিজুল হককে নিয়ে শনিবার বিকেলে মাদক ব্যবসায়ীদের হাতে নিহত শার্শার পল্লীর সাহসি সাংবাদিক জামালের পরিবারের খোঁজ খবর নিতে গেলে ওই কথা গুলি বলেন জামালের বড় মেয়ে রিয়া। সে আরো বলে, আব্বু নিহত হবার পর অনেক সাংবাদিককে দেখেছি। অনেকে আমাদের দিয়েছে শান্তনা।
আমার আব্বু সৎভাবে সাংবাদিকতা করার ফলে কিছুই রেখে যেতে পারেনি। ভিটে বাড়ি পর্যন্ত আব্বু রেখে যাননি। আব্বুর মৃত্যুর পর তিনটি ঈদ পার হয়ে গেলে ওইসব সাংবাদিক বা শুভাকাঙ্খিদের আর খোঁজ মেলেনি।
রিয়া চোখের কোন মুছে আবারো বলে, অনেকে প্রতিশ্র“তি দিয়েছিল আমাদেরকে দেখবে। লেখাপড়ার খরচ যোগাবে। এখন পরীক্ষার ফি’র টাকাও জোগার করতে পারিনা। ঈদ’তো অনেক দুরের কথা। এ কথা বলতে বলতে রিয়া, তার বোন নিহা ও নিহত জামালের স্ত্রী সোনালী বেগম ডুকরে কেঁদে ওঠে। ছুটে যায় জামালের সমাধির পাশে। ভারাক্রান্ত মন নিয়ে জামালের সমাধির দিকে নিরবে চেয়ে থাকে তারা। হঠাৎ করে রিয়া কেঁদে উঠে বলেন, আমরা আর পারছিনা। কেউ আমাদের খোঁজ নেয়না। তোমার কাছে আমাদের নিয়ে যাও আব্বু।
উল্ল্যেখ্য, ২০১২ সালের ১৫জুন রাতে শার্শার কাশিপুর বাজারের একটি চায়ের দোকানে মাদক ব্যবসায়ীরা মর্মান্তিকভাবে হত্যা করে সাহসি সাংবাদিক জামালকে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!