দুর্গাপুর(নেত্রকোনা) সংবাদদাতা : উপজেলার ৭টি ইউনিয়নে সরকারীভাবে দেওয়া মসজিদ,মাদ্রাসা,এতিমখানা,সংঘ,সংগঠন, দলীয় কর্মীদের মাঝে ১৫০টি আধুনিক সোলার এবং পঙ্গু ব্যক্তিদের মাঝে ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়। ১৩ অক্টোবর রোববার স্থানীয় এমপি মোশতাক আহমেদ রুহী দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ সকল সামগ্রী বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হোসেন আকঞ্জি, চাটার্ড একাউন্টেন্ট মোঃ আফতাব উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নাজমূল সায়েদাৎ বাবুল,মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) রুহুল আমিন চুন্নু,আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি উসমান গনি তালুকদার,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খান,যবলীগ নেতা বিপ্লব মজুমদার,আওয়ামী নেতা আলী আজগর প্রমুখ।