তানোর (রাজশাহী) সংবাদদাতা : ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দূর্যোগ সহনশীল দেশ গড়বো’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনে উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর রবিবার সকালে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার মাজেদা ইয়াসমীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিনের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ডক্টর হাসানুল কবীর কামালী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজীদ আলম ও উপজেলা প্রকল্প অফিসের সহকারি জাকির হোসেন প্রমূখ।
