গোসাইরহাট (শরীয়তপুর) সংবাদদাতা : শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী ২ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। ১৩ অক্টোবর রবিবার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। এর আগে ৯ অক্টোবর এ অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন আনোয়ার হোসেন মনির, বদরুজ্জামান চুন্নু আকন্দ, আবুল হোসেন পাইক, আনোয়ার হোসেন ঢালী। এছাড়া নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা হলেন আনোয়ার হোসেন, মাওলানা শাহআলম ও কামরুন্নাহার। নির্বাচনে ১ হাজার ১শ ৩৪ জন অভিভাবক সদস্য ও ২০ জন শিক্ষক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ বিদ্যালয়টি ১৮৯৪ সনে স্থাপিত। শরীয়তপুর জেলার মধ্যে সবচেয়ে প্রাচীনতম বিদ্যালয় হলো ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
