এ.কে আজাদ বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) : কবিরাজী ঔষধ খেয়ে নিজের গর্ভপাত ঘটাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ২ সন্তানের জননী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আঠিয়াবাড়ী গ্রামে। রিনা বালা (৩০) নামে ওই গৃহবধূ স্থানীয় বিষ লালের স্ত্রী।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউপির আঠিয়াবাড়ী গ্রামের বিষ লালের স্ত্রী দুই সন্তানের জননী ৩ মাসের অন্ত:সত্বা রিনা বালা শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে গর্ভপাত ঘটানোর জন্য স্থানীয় কবিরাজের কাছ থেকে গাছগাছালীর ঔষধ কিনে খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে রাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিলে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড জিল্লুর রহমান বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করার পর লাশ থানায় নিয়ে যায়। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই খায়রুল আনাম জানিয়েছেন, সুরতহাল রিপোটে লাশের শরীরে কোথাও কোন জখমের আলামত পাওয়া যায়নি। তবে গর্ভপাতের ঔষুধ খেয়ে অন্ত:সত্বা রিনা বালার মৃত্যুর ঘটনাটি সঠিক কিনা তা যাচাই করতে শনিবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হলে সেখানে ময়না তদন্ত সম্পন্ন হয়। এব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
