মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে হাতুড়ের ডাক্তারের ভূল চিকিৎসায় করুণ মৃত্যু হয়েছে ২ বছরের এক শিশুর। ১২ অক্টোবর শনিবার উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামের বঙ্গবন্ধু বাজারের আখি মনি ড্রাগ হাউজে রেশমা (২) নামের ওই শিশুর মৃত্যু হয়।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামের বঙ্গবন্ধু বাজারের আখি মনি ড্রাগ হাউজের মালিক আব্দুল বাতেন নামের এক হাতুড়ে ডাক্তার ওই ঘটনা ঘটায়। রেশমার বাবা মো. সাইফুল ইসলাম উপজেলার হামীম গ্র“পের রিফাত গার্মেন্টসে সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত। তার একমাত্র সন্তান রেশমার জন্মের পর থেকে কোমড়ের পিছনে টিউমারের সমস্যায় ভোগছিল। প্রতিবেশিদের কথায় বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু বাজারের আখি মনি ড্রাগ হাউজে হাতুরে ডাক্তার আব্দুল বাতেনের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে ওই ডাক্তার রেশমাকে পর পর তিনটি ইনজেকশন দিয়ে টিউমারটি ব্লেড দিয়ে কেটে ফেলে। এতে রেশমা অজ্ঞান হয়ে পড়ে। পরে রেশমার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার জাহিদ ইকবাল তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেলে ফার্মেসীর মালিক আব্দুল বাতেন পালিয়ে যায়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।