আরিফ মাহমুদ, কলারোয়া (সাতীরা) : কলারোয়া সীমান্তে ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়,১৩ অক্টোবর রবিবার ভোরে তলুইগাছা বিওপির সুবেদার নজরুল ইসলাম কেঁড়াগাছির মজুমদার খাল এলাকা থেকে ১২৬ বোতল ফেনসিডিল ও ৩ বোতল অফিসার্স চয়েজ মদ এবং কাকডাঙ্গা বিওপির হাবিলদার আবুল হোসেন কাকডাঙ্গা থেকে ১৩ পিচ শাড়ি, ৯ কেজি জিরা ও বিপুল সংখ্যক স্যান্ডেল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২লাখ ৮ হাজার ৯’শ টাকা।
