আরিফ মাহমুদ, কলারোয়া (সাতীরা)ঃ কলারোয়ার মাদরা সীমান্তের বিপরীতে বিএসএফ তিন বাংলাদেশিকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে। বিজিবি সূত্র জানায়, ১৩ অক্টোবর রবিবার বেলা ১২টার দিকে কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের দরকান্দা ক্যাম্পের বিএসএফ তিন বাংলাদেশিকে আটক করে। পরে বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মাদরা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে ১৩/৩/৮ আরবি পিলারের সন্নিকটে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটককৃত বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বিজিবি পে নেতৃত্ব দেন মাদরা বিজিবি ক্যাম্পের সুবেদার নরলি ইসলামের নেতৃত্বে ৬জন ও বিএসএফের পে নেতৃত্ব দেন দরকান্দা বিএসএফ ক্যাম্পের এসআই এসথোনের নেতৃত্বে ৬জন। হস্তান্তরকৃত বাংলাদেশিরা হলো- যশোর জেলার মনিরামপুর উপজেলার দেবিদাসপুর গ্রামের সুচিত্রা সেন (৫৫), শংকর মন্ডল (১৫) ও সাথী বেগম (২৪)।