শ্যামলবাংলা ডেস্ক : এবারও ঈদকার্ডের মাধ্যমে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন দুই নেত্রীর মুখোমুখি সাক্ষাত না হলেও প্রতি ঈদ ও নববর্ষের আগ মুহূর্তে তারা কার্ড পাঠিয়ে পরস্পরের মাঝে শুভেচ্ছা বিনিময় করে আসছেন। তবে ঝঞ্জাবিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতিতে এবারের ঈদ কার্ডের শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নি:সন্দেহে ব্যতিক্রম।

দায়িত্বশীল সূত্র জানায়, ১৩ অক্টোবর রবিবার বেলা ১টায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (উপ সচিব) শেখ আখতার হোসেন শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড সংসদ ভবনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান ওই ঈদ কার্ড গ্রহণ করেন।
এরপর বেলা দেড়টার দিকে সুরাতুজ্জামান বিরোধী দলীয় নেতার ঈদ কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন তা গ্রহণ করেন।
উল্লেখ্য, মুসলিম উম্মাহর বৃহত ধর্মীয় উৎসব ঈদুল আজহা বাংলাদেশে উদযাপিত হবে ১৬ অক্টোবর।
