শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সতর্কবাণী করেছেন, ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কাছাকাছি পৌঁছে গেছে আমেরিকা। ১২ অক্টোবর শনিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র যৌথ বার্ষিক সভা শেষে কিম ওই কথা বলেন।
দেশটির কেন্দ্রীয় বাজেট সংকট ও জাতীয় ঋণের সীমা নিয়ে মাতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

তিনি মার্কিন নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়ে ইয়ং কিম বলেন, তারা যেন সমস্ত অর্থ শেষ হওয়ার আগেই দ্রুত একটা সমঝোতায় পৌঁছান; অন্যথায় সুদের হার বেড়ে যাবে, আস্থা বিনষ্ট হবে এবং প্রবৃদ্ধি কমে যাবে।
আগামী ১৭ অক্টোবর মার্কিন বাজেটের সব নগদ অর্থ শেষ হয়ে যাবে। এ সময়ের পর দেশটির প্রয়োজনীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা দুস্কর হয়ে পড়বে। ফলে এ সময়ের আগে বাজেট পাস নিয়ে দু’দলের মধ্যে সমঝোতা না হলে মার্কিন ইতিহাসে সেটি হবে অর্থনৈতিক েেত্র মহাবিপর্যয়।
