মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের টিপু মিয়া (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। ১২ অক্টোবর শনিবার সকাল ৭ টার দিকে বাড়ীর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
টিপু মিয়ার বড় ভাই শানু মিয়া জানান, শুক্রবার রাতে সে বাড়ী থেকে বের হলে আর বাড়ী আসেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ী পুকুরে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে। । কনকপুর ইউপি চেয়ারম্যান মো: মামুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।