মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার-কুলাউড়া সড়কে পিকআপ-লাইট্রেস মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় রাজনগর উপজেলার টেংরাবাজারের ইলাশপুর এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন মোস্তাফিজুর রহমান (৩০), বিধান চন্দ্র পাল (৪০), সুজন কান্ত পাল (২৩), রনি আহমদ (৯) রোহান (৬), কমলন্দ পাল (৩৬), মমতা রানী পাল (৪৫), বর্ণা রানী পাল (৮), বিমল (৮), আশিক মিয়া (৭৫) ও ফয়ছল মিয়া (২৭)। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
