শ্যামলবাংলা ডেস্ক : মাত্র ৭ সেকেন্ডেই চালু হবে এসারের ক্রোমবুক। এসার সি৭২০ মডেলের ক্রোমবুক কম্পিউটার নির্মাতা এসার হালকা-পাতলা মডেলের একটি ক্রোমবুক বাজারে আনার ঘোষণা দিয়েছে যেটি ৭ সেকেন্ডে চালু হবে। আর এতে একটানা চার্জ থাকবে সাড়ে আট ঘণ্টা। খবর টেলিগ্রাফ অনলাইনের।
এসারের নতুন ক্রোমবুকটির মডেলের নাম‘সি৭২০’। ১১.৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ১.৩ কেজি ওজনের ক্রোমবুকটিতে থাকবে ইনটেলের সেলেরন প্রসেসর, ১৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর এসারের ওই নোটবুকটি নভেম্বর মাস থেকে ৩শ মার্কিন ডলার দামে বাজারে আসার কথা রয়েছে।
