এম. এ করিম মিষ্টার, নীলফামারী : পরিবারের সকলের অগোচরে পুকুরে গোসল করতে গিয়ে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার রাতে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাদের মৃত দেহ উদ্ধার করে দাফন কাজ সম্পন্ন করা করেছে। এরা হচ্ছে নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের নিহতরা হলেন গ্রামের কাশেম আলীর ছেলে আল আমিন(৬) ও আনোয়ার হোসেনের ছেলে আবুল মুনিম(৬)। তারা দুজনই পুটিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির সবার অগোচরে পুকুরে গোসল করতে নামে আল-আমিন ও মুনিম। সন্ধ্যার পরও তাদের খোঁজ না মিললে রাত ৮টার দিকে পুকুরে লাশ ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে রাতেই দাফন করা হয়। পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
