এম. লুৎফর রহমান নরসিংদী : বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) নরসিংদী জেলা শাখার এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার নরসিংদী প্রেসিডেন্সি কলেজে ওই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি মো. হোসনী মোবারকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি। সভায় বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করন, নন-এমপিও শিক্ষকদের এমপিও ভূক্তিকরন ও জাতীয় শিক্ষা নীতি থেকে আপত্তিকর এজেন্ডা বাতিলের দাবীতে আগামী ২৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাব ঢাকায় শিক্ষক সমাবেশ করা হবে। ওই সভায় শিক্ষক কর্মচারীদের দাবী দাওয়া মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। অন্যথায় ২৪ অক্টোবরের মহা সমাবেশ থেকে দাবী আদায়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে হবে। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি মো. ফাসাদ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর হরমান, মো. মোয়াজ্জেম হোসেন, মো. আমিরুল ইসলাম, মো. আব্দুল খালেক, মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
