নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ধুমপান বিরোধী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। অধুমপায়ীর অধিকার প্রতিষ্ঠায় পাবলিক প্লেসে ধুমপান হতে বিরত থাকুন এমন আহবান জানিয়ে বৃহষ্পতিবার সকালে স্থানীয় ৪টি নারী সংগঠন এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
শহরের সরকারী বিএমসি মহিলা কলেজের সামনে আশ্রয় সমাজ কল্যান সংস্থা, কলেজপাড়া মহিলা সমিতি, অবন্তিকা মহিলা সমিতি ও শ্যামলী মহিলা সমিতি এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানবন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন আশ্রয় সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক আলো দাস। এ সময় উপস্থিত ছিলেন কলেজপাড়া মহিলা সমিতির সভাপতি লায়লা আর্যুমান্দ বানু, অবন্তিকা মহিলা সমিতির সভাপতি ডলি আজাদ এবং শ্যামলী মহিলা সমিতির সভাপতি রোজি আকতার।