মো. সাইফুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ধামইরহাটে পল্লী বিদ্যুতের বিলিং এরিয়া অফিস উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর বিকেল ৩ টায় অফিসের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ সংলগ্ন নতুন বিলিং এরিয়া অফিস উদ্বোধন উপলক্ষ্যে নওগাঁ পবিস এর বোর্ড সভাপতি নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মো. দেলদার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম, অধ্যক্ষ শহীদুল ইসলাম, সাবেক পৌর প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতি মাহ্বুবার রহমান চৌধুরী, পত্নীতলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুর রউফ, মহাদেবপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আবু সালেহ মোঃ আশরাফ, পলস্নী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, পল্লী বিদ্যুৎ ধামইরহাট বিলিং এরিয়া অফিস ইনচার্জ মো. শাহনুর রহমান, পল্লী বিদ্যুৎ (১২) এলাকার পরিচালক মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ মালেক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ অফিসের কার্যক্রম চালুর মাধ্যমে উপজেলার প্রায় ১৩ হাজার গ্রাহক হয়রানী ছাড়াই হাতের কাছে সহজেই বিল প্রদান, নতুন সংযোগের আবেদন, অভিযোগ এবং জরুরী সমস্যাসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকগণ দ্রুত সমাধান ও সেবা পাবেন বলে ইনচার্জ শাহনুর রহমান জানান।