হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ঐতিহ্যবাহী আড়াইবাড়িয়া ও ধনকুড়া কামারপলীতে ঈদকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও পশুর হাঁড় কাটাকাটিতে প্রয়োজনীয় উপকরণ ছুরি,দা.চাপাতি,চাকু ও বটি তৈরিতে দিন-রাত ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্পীরা।
হোসেনপুর উপজেলায় ৩ শর্তাধিক পরিবার এ শিল্পের সাথে জড়িত। কামার শিল্পীরা লোহা দিয়ে যন্ত্রপাতি তৈরি করে স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করে স্বাবলম্বী হচ্ছে। কোরবানি ঈদ উপলে এসব যন্ত্রপাতি স্থানীয় বাজারে দেদারচ্ছে বিক্রি হতে দেখা গেছে।