মৌলভীবাজার সংবাদদাতা : কুলাউড়ায় পূজা মন্ডপ ও শহরের দুই হোটেলে পৃথক অভিযান চালিয়ে দু’দিনে ২৫ মহিলাসহ এক ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করা হয়েছে। শুক্র ও শনিবার বিভিন্ন পূজামন্ডপ ও হোটেল থেকে তাদের আটক করে পুুলিশ।
জানা যায়, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের শিববাড়ী পূজা মন্ডপ থেকে এক মহিলার স্বর্ণের চেইন চুরিকালে শুক্রবার ৯ জন মহিলাকে প্রথমে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার শহরের হানিফ ও বাদশাহী হোটেলে অভিযান চালিয়ে আরও ১৬ জন মহিলাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পুজা মন্ডপে আটককৃতরা হচ্ছে সকিনা (৩২), স্বপ্না বেগম (২৫), আলসুমা বেগম (২৭), সুহেনা আক্তার (২০), আসমা বেগম (২০), রোজিনা বেগম (২৫), হোসনা বেগম (৩২), রিনা বেগম (২৮), হালিমা বেগম (৩২) ও বানেছা বেগম (৪৫)। অপরদিকে শনিবার ভোরে কুলাউড়া শহরের বাদশাহী ও হানিফ হোটেল থেকে আটককৃতরা হচ্ছে মিনারা বেগম (৪৫), পারভিন আক্তার (১৮), মেহের চাঁন (৩৫), নাজমিন আক্তার (১৮), সাহেনা বেগম (২৮), রুজিনা বেগম (২২), কুলছুমা বেগম (৩৫), সালমা বেগম (২১), হোসনা বেগম (২৩), সাহেদা খাতুন (৩০), শিবলু মিয়া (৪১), জোসনা বেগম (২৩), আলেমা বেগম (২৩), সুফিয়া বেগম (৩৫), মিতু বেগম (২১), পারভিন (২০) ও আঙুরা বেগম (৪৫)। আটককৃতরা হবিগঞ্জ ও ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান, আটক মহিলা প্রত্যেকে মুসলমান হলেও শাখা সিঁদুর পরে বিভিন্ন পূজা মন্ডপে তারা পূজার ছলে গিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করে থাকে। আটককৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।