মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় জালালাবাদ ট্রেন থেকে চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ১২ অক্টোবর শনিবার সকালে কুলাউড়া ও বরমচাল রেলওয়ে স্টেশনে জালালাবাদ ট্রেন থেকে উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয় ও বনবিভাগ সুত্রে জানা যায়, কুলাউড়া ফরেষ্ট রেঞ্জার বলরাম রায় এর নেতুত্বে গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট গামী জালালাবাদ ট্রেনে সকাল পোনে ৯ টায় এক অভিযান চালিয়ে ট্রেনের বাতরুমের ভিতর থেকে প্রথমে ১ পিচ সেগুন কাঠ উদ্ধার করার সময় ট্রেন ছেড়ে দিলে পরবর্তী সময়ে বরমচাল রেল স্টেশনে সাড়ে ৯টার দিকে পৌছলে বনবিভাগের কর্মীরা আরো ১০ পিচ সেগুন সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১১ পিচ সেগুন ১৬.২৪ ঘনফুট যার বাজার মূল্যে ৫০ হাজার টাকা।
অভিযান কালে উপস্থিত ছিলেন কুলাউড়া ফরেষ্টের সহকারী রেঞ্জার সিরাজুল ইসলাম, বরমচাল রেঞ্জের বিট অফিসার সফিকুল ইসলাম,বন প্রহরী আলমগীর হোসেন, মিজানুর রহমান, বাগানমালি আকবর আরী প্রমুখ।
পরে বন বিভাগ উদ্ধারকৃত সেগুন জব্দ করে স্থানীয় বরমচাল বনবিট অফিসে মজুত করে রাখা হয় ।
এ ব্যাপারে বনবিভাগের কুলাউড়া ফরেষ্ট রেঞ্জার বলরাম রায়, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে। তবে পরস্পর তিনি জেনেছেন চোরাইকাঠ ভানুগাছ রেলস্টেশন থেকে সিলেটে পাচার করে বিক্রি করার উদ্যোশে নিয়ে যাচ্ছিল। কাঠ আটকের সময় কাউকে পাওয়া যাযনি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে ।
