হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় প্রহসনের নির্বাচন প্রতিহত করতে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে। তিনি বলেন, বিএনপির এখন দু:সময় তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদার জিয়ার নেতৃত্বে আগামী দিনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে লড়াইÑসংগ্রাম করতে হবে এবং সে লড়াইয়ে অবশ্যই জয়ী হতে হবে। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী স্টেশনে উত্তরাঞ্চলের যাবার পথে যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ওইসব কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মোকাদ্দেস আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম খান, যুবদলের সভাপতি আবু সাইদ সুইট, সম্পাদক মির্জা বাবু, সাংগঠনিক সম্পাদক আলামিন খান, যুগ্ম সম্পাদক নুরে আলম ডাক্কু, মৎস্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রদীপ, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, থানা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া বরাত, থানা যুবদলের সভাপতি শরীফ আহমেদ, সম্পাদক লুৎফর রহমান ভুইয়া উপস্থিত ছিলেন। এর আগে তিনি শহীদ এম.মনসুর আলী ষ্টেশনে পৌছলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাড়ে সাতটার দিকে সিরাজঞ্জ মনসুর আলী ষ্টেডিয়াম থেকে গাড়ীযোগে ঠাকুরগাওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
