আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীর ঐতিহ্যবাহী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের
ম্যানেজিংকমিটির নির্বাচন শনিবার সকালে স্কুলের হলরুমে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ›িদ্বতায় সভাপতি নিবাচিত হয়েছেন আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান, প্রতিষ্টাতা সদস্য পদে আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্কুলের প্রধান শিক মো.শাহ আলম কবির, অন্যান্য সদস্যরা হলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মো.শহিদূল ইসলাম মৃধা, এ, কে ,এম, বাহাদুর শাহ, মো.বশির উদ্দিন তালুকদার, এস এম মহিউদ্দিন, মাকসুদা আক্তার জোসনা, শিক প্রতিনিধি মো. রেজাউল করিম, মো. আফজাল হোসেন,মহিলা শিক প্রতিনিধি পদে মোসাঃ তাসলিমা পারভিন নির্বাচিত হয়েছেন।এ সময় আমতলী উপজেলা আওয়ামলিীগ সভাপতি জিএম দেলোয়ার হোসেন ও সহ সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, সাবেক পৌর মেয়র মো. নাজমুল আহসান নান্নু , পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান, প্রবিন শিক দেওয়ান মজিবুর রহমান বি, আর,ডিবির চেয়ারম্যান জি এম ওসমানী হাসান, প্যানেল মেয়র জি এম মুসা, আমতলী প্রেস কাব সাধারন সম্পাদক এম এ সাইদ খোকন উপস্থিত ছিলেন।
