আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে শনিবার সকালে খুড়িয়ার খেয়াঘাট আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বে-সরকারী সংস্থা সি, এম ,ই ,এস এর উদ্যোগে ,যৌতুক শিশু অধিকার জন্ম নিবন্ধন, বিবাহ নিবন্দনও বাল্য বিবাহ প্রতিরোধে কাজী ইমাম ও ইউপি সদস্য এবং অগ্রসর সংঘটনের সদস্যদের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক মো.শাহজাহান কবির।
সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. মজনু মৃধা, আবুল কালাম মো. মিলন মৃধা,সি, এম, ই ,এস এর কিশোরী অভিযানের অগ্রানাইজার ইনচার্জ বিদ্যূৎ রায়,ফেসিলিটেটর ইব্রাহিম খলিল, রাজিয়া সুলতানা, মোশারেফ হোসেন প্রমূখ। কর্মশালায় যৌতুক বাল্য বিবাহ শিশু অধিকার জন্ম নিবন্ধন, বিবাহ নিবন্দনও বিভিন্ন সামাজিক কাজ নিয়ে আলোচনা করা হয়। সভায় জনপ্রতিনিধি নারী সহ ৩০০ জনতরুন তরুনী অংশগ্রহন করেন।
