আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ইন্দইল আশা ফিলিং ষ্টেশানের নিকট ট্রাকের চাপায় অজ্ঞাত নামা (৩৪) এক যুবক নিহত হয়েছে। ১২ অক্টোবর শনিবার ভোরে ওই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে নওগাঁ গামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশের পড়নে শুধু চেক লুঙ্গি ছিল। সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
