জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধূরী বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে বিদ্যুতায়নের নামে লুটপাট চালিয়ে বিদ্যুৎ ব্যবস্থা অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার সেই বাধা অতিক্রম করে বিদ্যুতের উন্নয়নে নিরলসভাবে কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় দেশ এখন অনেকটাই বিদ্যুতের রাহুগ্রাস মুক্ত। আমরা ৫ বছরে সব করে ফেলেছি, তা বলবো না। তবে কথা দিচ্ছি, এ সরকার আগামীতে ক্ষমতায় এলে বিদ্যুতের পিছনে মানুষ নয়, মানুষের পিছনে বিদ্যুৎ দৌঁড়াবে। কৃষিমন্ত্রী ১২ অক্টোবর শনিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গরীব-দুস্থ মানুষের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণকালে ওই কথা বলেন।
তিনি বলেন, খাদ্যে ঘাটতি নিয়ে ক্ষমতায় এসেও দেশে এক কোটিরও বেশী লোককে ১০ কেজি করে চাল দিয়েছি। ৫ বছর দিয়েছি, আজও দিচ্ছি। ঈদের সময় যাতে গরিব মানুষগুলোকে কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য প্রতি ঈদে শেখ হাসিনার নেতৃত্বে ওই কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি কৃষি, শিক্ষা, রাস্তাঘাট ও বিদ্যুৎসহ উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি নারীর ক্ষমতায়নে অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে ওইসব উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহবান জানান।
এদিন কৃষিমন্ত্রী দিনব্যাপি নালিতাবাড়ী পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ২৬ হাজার ৬৮৯ জন গরীব-দুস্থ মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করেন। এছাড়া মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের চেক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক এবং ২০১৩-২০১৪ সালের গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন কর্মসূচীর (টিআর) চালের ‘ডিও’ (ডেসপাস অর্ডার) এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বিকেলে মন্ত্রী নালিতাবাড়ী শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম উকিল ও সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
