সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল থেকে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিবির সভাপতি দেলোওয়ার হোসেনের নেতৃত্বে নতুন বাস স্টেশন এলাকায় কেন্দ্রীয় সভাপতিসহ জামায়াত-শিবিরের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। মিছিল থেকে আসার সময় শহরের বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেলসহ জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন পারভেজ, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ জাকির হোসাইনকে আটক করে পুলিশ। আটকের বিষয়টি স্বীকার করে সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, শিবিরের ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়েছে।
