হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে দিনে দুপুরে যাত্রী সেজে মটর সাইকেল ছিনতাই করার সময় জনতা হাতেনাতে ২ জন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে মটরসাইকেল চালক আহত হয়েছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। পুলিশ ছিতাইকারীদের কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার তাড়াশ বাজার থেকে যাত্রী সেজে তাড়াশ সদরের দক্ষিন পাড়ার সোলায়মান আলীর পুত্র সাইফুল ইসলাম (২৫)ও মালশিন গ্রামের সোহরাব আলী পূত্র মহসিন আলী (২৮) ভোগলমান চারমাথা নামক স্থানে যাওয়ার কথা বলে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের ইনছাব আলীর পুত্র শাহ আলমের প্ল¬াটিনা মোটর সাইকেল ভাড়া করে। ছিনতাইকারীরা ভোগলমান যাওয়ার সোজা রাস্তায় না গিয়ে বিনসাড়া হয়ে গুড়পিপুল দিয়ে যেতে থাকে। ভোগলমান গ্রামের পশ্চিমের মোড়ে প্রশ্রাব করার কথা বলে মটর সাইকেল থামাতে বলে। মোটর সাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ও মালিক শাহ আলমকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এ সময় ওই রাস্তা দিয়ে অন্যান্য যাত্রীরা যাওয়ার সময় ছিনতাইকারী মহসিন ও সাইফুলকে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে ভোগলমান চারমাথায় নিয়ে যায় এবং তাড়াশ থানা পুলিশকে খবর দেয়। তাড়াশ থানার এস আই সোহেল ও এ এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মটরসাইকেল ছিনতাইকারী সাইফুল ও মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়। তাড়াশ থানার এস আই সোহেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
