হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ঘুড়কায় বাস চাপায় পাখি (৯) নামে এক শিশু নিহত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দুপুরে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত পাখি ঘুড়কা বেলতলা এলাকার জীতেন্দ্রনাথের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুকড়া বাজার এলাকায় একটি শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় বগুড়া থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী কোচটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা ওই স্থানে প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে। পুলিশ কোচটি আটক করেছে। হাটিকুমরুল হাইওয়ে ও সলংগা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা রুজু হয়েছে।
