মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মোবারক মিয়া (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়ারা। ১১ অক্টোবর শুক্রবার সন্ধা ৬টার সময় কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোবারক মিয়া রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে। মোবারক মিয়ার ছেলে জুবেদ মিয়া জানান, মোবারক মিয়া ৯ আক্টোবর (বুধবার) রাতে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পরে যায়। এর পর থেকে তার কোন সন্ধান মিলেনি। শুক্রবার সন্ধায় মোবারক মিয়া লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় এলাকাবাসী উদ্ধ্রা করে ।
রাজনগর উপজেলার উওরভাগ ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
