শ্যামলবাংলা স্পোর্টস : ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন মমিনুল। সেইসাথে প্রথম ১৫০-ও। সাকিব- তামিমের মতো বহুল আলোচিত নন তিনি। তারকাদ্যুতিতেও তাদের ধারেকাছেও নেই তিনি। তারপরও ব্যাট হাতে ক্রিকেটের অনিন্দ্য সৌন্দর্য প্রকাশে তামিম-সাকিবের চেয়ে একটুও পিছিয়ে নন। চলমান চট্টগ্রাম টেস্টে অপরাজিত ১৫০ রানের অসাধারণ এক ইনিংস খেলে সে প্রমাণই রাখলেন কক্সবাজারের এই বিস্ময় বালক। তামিম-সাকিব পরীক্ষিত, কিন্তু এগার মাস পর টেস্টে ফিরে যে পারফর্ম তাদের কাছে প্রত্যাশা ছিলো, তা পূরণে এ দুজন চূড়ান্ত ব্যর্থ। এ দুজনের নিষ্প্রভ থাকার সময়ে দারুণ উজ্জ্বলতায় জ্বলে উঠলেন মমিনুল।
দলের বিপর্যয়ের মুখে একের পর এক চার মেরে নাজেহাল করে দেন কিউই পেসারদের বোলিং। মাত্র ৩৬ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ৭৭ রানে। তৃতীয় দিন সকাল থেকেও সাবলিল ছিলেন মমিনুল। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ৯৮ বলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫৪ বল খেলে ১৭১ রানে অপরাজিত আছেন তিনি। ৮২ বলে ৪০ রান নিয়ে সাথে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। যেভাবে খেলে যাচ্ছেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দেখা যাক কি হয়!
