বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর ব্যবহৃত মোটর সাইকেল ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। ১০ অক্টোবর বৃহস্পতিবার ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর ব্যবহিত টিভিএস ১০০সি.সি মোটর সাইকেলটি নিয়ে তার প্রাইভেট গাড়ীর চালক সোহেল রানা (৩০) বৃহস্পতিবার রাত ১১টায় লাহীড়ি বাজার হতে বাড়ী ফেরার পথে কাশিডাঙ্গা মোড়ে এসে পৌছালে পথে অজ্ঞাত ডাকাত দল রাস্তায় দড়ি টেনে পথরোধ করে ধারালোন অস্ত্র দিয়ে উপুর্যপরি আঘাত করে তাকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারিরা আহত সোহেল রানাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সোহেল রানা স্থানীয় পাঠানপাড়া গ্রামের সমিজ উদ্দীনের ছেলে।
এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
