মো: আবুল হাসান, বরগুনা : বরগুনার তালতলী উপজেলার রাখাইন পাড়া থেকে দেড় লিটার চোলাই মদসহ ২ যুবককে পুলিশ আটক করেছে। ১০ অক্টোবর বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছে, ছোট ভাইজোরা গ্রামের বাবুল ফকিরের ছেলে রাজা মিয়া (২১) ও দক্ষিণ সওদাগর পাড়ার শাহাবুদ্দিন আকনের ছেলে হেলাল আকন (২২)। তালতলী থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে বরগুনা কারাগারে পাঠানো হয়েছে।