আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে ৬২ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। ১০ অক্টোবর বৃহস্পতিবার তাকে ফেন্সিসিডিলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের বেলতলা গ্রামের মৃত্যু ইয়াজ উদ্দিনের পুত্র আব্দুস ছালামের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাসমীর নেতৃত্বে এ এস আই আমিনুল ইসলাম ও শহিদুজ্জামান আভিযান চালিয়ে ছালামের বাড়ি থেকে ৬২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
