এস, এম আজিজুল হক, পাবনা : পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসাধারন সম্পাদক, ক্রিকেট কমিটির আহবায়ক, ধ্র“ব কন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক মো: সাইফুল আলম স্বপন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক নির্বাচিত হয়েছেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার বিসিবিরি নির্বাচনে তিনি রাজশাহীর অপর প্রতিদ্বন্দ্বী রাফিউস শামস পেডিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত ২৩ পরিচালকের মধ্যে অন্যতম। তিনি রাজশাহী বিভাগ থেকে নির্বাচিত একমাত্র পরিচালক।
এদিকে মো: সাইফুল আলম স্বপন চৌধুরীর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় পাবনার ক্রীড়াঙ্গণসহ বিভিন্নস্থানে আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে মহানগরের মানুষ। দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, সাধারন সম্পাদক রেজাউল হোসেন বাদশা, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী, মনির আহমেদ মান্নাসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবৃন্দ, পাবনা রোটারী ক্লাবের সদস্যবৃন্দ, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আহমেদ উল হক রানা, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি, পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ দুদু, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম পৃথক পৃথক বিবৃতিতে তাকে অভিনন্দন জানিয়েছেন।
